বগুড়ায় কলেজ ছাত্র শান্ত হত্যা মামলার ৪নং আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
শুভজিৎ সরকার, চিফ টিভিঃ
বগুড়ার সদর উপজেলার চক ফরিদ কলোনি এলাকায় গত (২ মার্চ) বিকাল সাড়ে ৪ টার সময় শান্ত নামের এক কলেজ ছাত্রকে ছুরির আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পড়ে বগুড়া সদর থানায় ২১ জনের নামে মামলা করেন নিহতের মা রাবেয়া খাতুন।
এই প্রেক্ষিতে, বগুড়া র্যাব -১২ ও ফরিদপুর র্যাব -১০ এর যৌথ অভিযানে গত ১০ই মার্চ রাত সাড়ে ১০ টার দিকে ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন চর কমলাপুর এলাকা থেকে রাব্বিকে (২২) গ্রেফতার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামি হলেন,বগুড়া সদর থানাধীন মালতিনগর দক্ষিণপাড়া শহিদুল মুন্সির ছেলে রাব্বি।
আজ বরিবার দুপুর ১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন, র্যাবে-১২ এর কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,পূর্বশত্রুতা জেরে তারা শান্তকে পূর্বপরিকল্পনা অনুযায়ী হত্যা করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় পাঠানো হবে।
কোন মন্তব্য নেই