শিরোনাম

বগুড়ায় র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামি গ্রেপ্তার - Chief TV - চিফ টিভি

বগুড়ায় র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার আসামি গ্রেপ্তার - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়ার সদর থানা ও দুপচাঁচিয়া থানায় অপহরণ ও মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

রবিবার (১০ই মার্চ) রাত ৮টার দিকে বগুড়া র‍্যাব-১২ সদর থানাধীন মাটিডালি এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আমিনুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামের তায়নালের ছেলে‍ আমিনুর।

রবিবার (১০ই মার্চ) রাতে ১০ টার দিকে বগুড়া র‍্যাব-১২ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান।

এ বিষয়ে প্রেস ব্রিফিং এ কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন বলেন, গত ২০০৯ সালে হিলি থেকে ২৭০ বোতল ফেনসিডিলসহ দুপচাঁচিয়া থানায় অপহরণ মামলার আসামি আমিনুর। ২০০৯ সালে হিলি থেকে মাদকদ্রব্য বহনের সময় কালাই থানাধীন আত্রাই এলাকা থেকে ২৭০ বোতল ফেনসিডিলসহ আসামি আমিনুরকে গ্রেপ্তার করে পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা‍য় আসামি আমিনুরের যাবজ্জীবন সাজা হয়। কিন্তু এর আগে জামিনে বের হয়ে তখন থেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত এই আসামি।

প্রেস ব্রিফিং তিনি আরোও জানান, আসামী আমিনুরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ০২টি অপহরণ মামলা ও বগুড়া দুপচাঁচিয়া থানায় ০৩টি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। র‍্যাব এক গোপন সংবাদে জানতে পারেন যে আসামি বগুড়া সদর থানাধীন মাটিডালি এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ই মার্চ) রাত ৮ টার দিকে সেখানে র‌্যাব-১২ অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

র‍্যাবের এই কর্মকর্তা আরোও বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই