শিরোনাম

চাদঁপুর কচুয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের এ কেমন গাফিলতি- Chief TV - চিফ টিভি

 

কচুয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের এ কেমন গাফিলতি- Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি


আনোয়ার হোসেন (রাজ) চাদঁপুর কচুয়া প্রতিনিধিঃ

আজ সারা দেশের ন্যায় কচুয়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা, প্রতিষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমাননের, ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন হলেও যথযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন করেনি কচুয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ও ভেটেরিনারী হাসপাতাল কর্তৃপক্ষ। 

রবিবার দুপুরে ওই কার্যালয়ের সামনে সাটানো জাতীয় পতাকা অর্ধনমিত ও যেনতেন (মনগড়া) ভাবে উত্তোলন করতে দেখা যায়। এতে কচুয়া বাজারগামী মানুষ ও সচেতন মহলের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা। দিয়েছে।

কোন মন্তব্য নেই