শিরোনাম

বগুড়ায় প্রকাশ্যে চলছে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, নীরব প্রশাসন - Chief TV - চিফ টিভি

বগুড়ায় প্রকাশ্যে চলছে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, নীরব প্রশাসন - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়া শহরে মাদকের নেশায় দিন দিন জড়িয়ে পড়ছে যুবসমাজ, স্কুল কলেজ পড়ুয়া ছাত্ররাসহ নেশায় ঝরে পড়ছে পথ শিশুরা। দিন কিংবা রাত শহরের বিভিন্ন জায়গায় হাত বাড়ালে পাওয়া যাচ্ছে পছন্দসই মাদকদ্রব্য, প্রকাশ্যে চলছে ক্রয়-বিক্রয়। 

মাদকের নেশায় ডুবে থাকছে বগুড়ার উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রেণীর হাজারো মানুষ। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা, গাঁজা, ড্যান্ডি (জুতার আঠা) ও বাংলামদ। শহরে মাদকের সহজলভ্যতার কারণে এখানে বেড়েছে মাদক বিক্রেতার পাশাপাশি ব্যবহারকারীর সংখ্যাও। এসব মাদকদ্রব্য সরাসরি কিংবা মোবাইল ফোনের মাধ্যমেও চলে ক্রয়-বিক্রয়। 

পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাদকদ্রব্য সেবন ও ক্রয়-বিক্রয় বন্ধে তেমন কোন কার্যকরী উদ্যোগ নেই। 

অনুসন্ধানে দেখা যায়, পুলিশের সামনেই বগুড়ার প্রাণকেন্দ্র সাত-মাথায় পথ শিশুরা প্রকাশ্য দিবালোকে করছে নেশা। এছাড়াও শহরের রেল স্টেশন, চকযাদু রোড, ১নং রেলগেট, হাড্ডি পট্টি, পট্টি গেট, ডাবতলা, পৌর পার্ক, খোকন পার্ক, রেলওয়ে আদর্শ হকার্স মার্কেটের পাশে এসব জায়গায় প্রতিনিয়তই পুলিশের তোয়াক্কা না করেই চলে মাদক দ্রব্য ক্রয় বিক্রয় এবং সেবন। তাছাড়াও শহরের বিভিন্ন স্থানে অনেকেই পুলিশী ঝামেলা এড়াতে ভ্রাম্যমাণ অবস্থায় থেকে মাদক বিক্রি করে।

অনুসন্ধানে জানা যায়, বর্তমানে শহরে হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। তবে বাংলামদ,গাঁজা এবং ড্যান্ডির দাম কম হওয়ায় এসবের চাহিদা বেশি।

স্থানীয়দের অভিযোগ, সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মাদক প্রতিরোধ ও মাদক ব্যবহারের কুফল নিয়ে চোখে পড়ার মত নেই কোনো প্রচার প্রচারণা।

প্রশাসনের নীরবতায় প্রকাশ্যে দিবালোকে দিনের পর দিন মাদকদ্রব্য ক্রয় বিক্রয় এবং সেবনের কারণেই শহরজুড়ে এখন মাদকে সয়লাব হয়ে গিয়েছে। প্রতিনিয়ত স্কুল, কলেজে পড়ুয়া ছাত্ররাও এসব জীবন ঘাতক নেশায় আসক্ত হচ্ছে। বর্তমান তারা তাদের সন্তানকেদেরকে নিয়ে আতঙ্কে রয়েছে বলে জানায়। 

এ বিষয়ে, সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব ঘটনার কথা অস্বীকার করেন।

তিনি আরোও বলেন, এমন ঘটনার সত্যতা প্রমাণিত হলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।


কোন মন্তব্য নেই