শিরোনাম

বকশীগঞ্জ পৌরসভা দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ- ফখরুজ্জামান মতিন - Chief TV - চিফ টিভি

বকশীগঞ্জ পৌরসভা দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ- ফখরুজ্জামান মতিন - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

ইমরান আকন্দ, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের বকশীগঞ্জে পৌরসভা নির্বাচনকে ঘিরে নির্বাচনকালীন নানাবিধ প্রতিশ্রুতি ব্যক্ত করেন বকশীগঞ্জ পৌর মেয়র প্রার্থী নারকেলগাছ মার্কা প্রতীকে ফখরুজ্জামান মতিন। যিনি সাবেক বকশীগঞ্জ ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

গত ২ই ফেব্রুয়ারি (শনিবার) রাত ৯ টায় চরকাউরিয়া মাঝপাড়ায় ব্যাপক লোকসমাগমের মধ্য দিয়ে নির্বাচনী জনসভার আয়োজন করেন। জনসভার শুরুর পারম্ভে বাধ সাধেন উপজেলা প্রশাসন আতাউর রাব্বি (ভূমি) তিনি বলেন, আপনারা নির্বাচন বিধিমালা মেনে জনসভা করেন এখানে কোন মাইক ব্যবহার করা যাবে না, আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের জনসভায় এসেছি। সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে জনসভা করবেন আপনাদের কাছে এটাই আমাদের কাম্য। 

পরবর্তীতে ফখরুজ্জামান মতিন ও তার সমর্থকরা রাস্তার পাশে মাঠে জমায়েত হয়ে মাইক ছাড়া শুধুমাত্র মুখে বক্তব্য প্রদান করেন। উপস্থিত প্রত্যেক এলাকা থেকে আগত অতিথিরা একে একে সবাই ফখরুজ্জামান মতিনের পক্ষে নারকেল গাছ মার্কায় ভোট চেয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। এ সময় বকশীগঞ্জ মেয়র প্রার্থী ফখরুজ্জামান মতিন বলেন, আমি যদি মেয়র পদে নির্বাচিত হই তবে বকশীগঞ্জ পৌরবাসীকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও নিরপেক্ষ পৌরসভা উপহার দিবো। 

তিনি পৌরবাসীদের সেবা করার সুযোগ চেয়ে সবার কাছে ভোট প্রার্থনা করেন। অসহায় ও গরিব মানুষদের পাশে সর্বদা থাকার চেষ্টা করবেন বলে তিনি তার মত ব্যক্ত করেন। তিনি পৌরবাসীকে বিভিন্ন নির্বাচনী প্রার্থীদের বিভ্রান্তমূলক কথাবার্তা থেকে সতর্কতা থাকতে বলেন এবং বকশীগঞ্জ পৌরসভা কে দুর্নীতিমুক্ত করে সৎ নিষ্ঠাবান ন্যায়-নীতি প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

কোন মন্তব্য নেই