শিরোনাম

বগুড়ায় কলেজ ছাত্র শান্ত হত্যাকাণ্ডে ২১ জনের বিরুদ্ধে মামলা - Chief TV - চিফ টিভি

বগুড়ায় কলেজ ছাত্র শান্ত হত্যাকাণ্ডে ২১ জনের বিরুদ্ধে মামলা - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়ায় কলেজ ছাত্র আজহারুল ইসলাম শান্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছে নিহতের মা রাবেয়া খাতুন। মামলায় উল্লেখ করেন পূর্ব শত্রুতার জের ধরে শান্তকে হত্যা করা হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।

এর আগে, গতকাল (২ই মার্চ) বিকাল সাড়ে ৪টার সময় বগুড়ার সদর উপজেলার চক ফরিদ কলোনি এলাকার শেখ ফরিদ এতিমখানার সামনে শান্তকে ছুরির আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশের রেকর্ড মতে নিহত শান্ত ছিলেন একাধিক মামলার আসামি। 

নিহত শান্ত সারিয়াকান্দি উপজেলার কুপতারা সাহাপাড়া এলাকার আবুল হোসেন আলীর ছেলে। তবে তারা দীর্ঘদিন ধরে শহরের ফুলদিঘী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এছাড়াও নিহত শান্ত সৈয়দ আহম্মেদ কলেজে ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি সে ইন্টারনেটের ব্যবসাও করতেন।

সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে শান্তকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ তদন্তের স্বার্থে আসামিদের নাম এক্ষুনি প্রকাশ করা হচ্ছে না৷ আর এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে ১১ জন নামীয় এবং ৮/১০ অজ্ঞাতনামাকে আসামী করে মামলা করেছেন।

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

কোন মন্তব্য নেই