শিরোনাম

মিরসরাই দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক - Chief TV - চিফ টিভি

মিরসরাই দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
সাকিব চৌধুরী, মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাই থানা পুলিশের অভিযানে ৫ ডাকা-তকে আটক করা হয়েছে। গতরাত দেড়টার সময় ওয়াহেদপুর ইউনিয়নের কমর আলী রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়। 

তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকা-তির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্রসহ সমবেত হওয়ার খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে ৫ জনকে আটক করে। 

আটককৃতরা হলো নোয়াখালীর কোম্পানিগঞ্জের খোকন (২৮), সীতাকুণ্ড পৌরসভার সুমন মিয়া (৩৩), নোয়াখালীর কোম্পানিগঞ্জের মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), বরিশালের বাবুগঞ্জের রাসেল হোসেন (৩৩), কুমিল্লার নাঙ্গলকোটের মনসুর আলম (৩৬)। 

এই ঘটনায় এসআই আশরাফ ছিদ্দিক বাদী হয়ে আটককৃত ৫ জনসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

কোন মন্তব্য নেই