শিরোনাম

বগুড়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় জালিয়াতি, কারাদণ্ড ১ -Chief TV-চিফ টিভি

বগুড়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় জালিয়াতি, কারাদণ্ড ১ -Chief TV-চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১ জনকে কারাদণ্ড করা হয়েছে। পরীক্ষা চলাচালে মোবাইল ও ডিজিটাল ডিভাইস ব্যবহারসহ অসদুপায় অবম্বলনের অভিযোগে শুক্রবার (১৫ই মার্চ) সকালে কালেক্টরেট কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে সারুল খাতুন (৩২) নামের এক পরীক্ষার্থীকে আটক করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস। 

তাৎক্ষণিক পরীক্ষা জালিয়াতির দায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত পরীক্ষার্থী হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকার মৃত ছামছুল আলমের মেয়ে সারুল খাতুন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস বলেন,  সকাল ১০টার দিকে পরীক্ষা শুরু হয়। কালেক্টরেট কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের মধ্যে ১ জনকে ডিজিটাল ডিভাইস এবং মোবাইল ফোনসহ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই