নাতনির বিয়ে শেষে বাড়ি ফেরা হলো না নানীর-Chief TV-চিফ টিভি
![]() |
আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিনি বালা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শ্বশান বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত চিনি বালা পুটিমারী বকশীপাড়া গ্রামের মৃত্যু মহেশ চন্দ্র রায় কবিরাজের স্ত্রী।
প্রদক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গতকাল সে তার নাতনীর বিয়েতে যায়। আজকে বিয়ে শেষে বাড়িতে ফেরার পথে শ্বশান বাজার এলাকায় অটোরিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় বেপরোয়া গতিতে এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেন।
কোন মন্তব্য নেই