শিরোনাম

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার রাজিয়া সুলতানা আর নেই-Chief TV-চিফ টিভি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার রাজিয়া সুলতানা আর নেই-Chief TV-চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি 

এস এম তাজুল হাসান সাদ, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৯ জাতীয় দলের সাবেক ফুটবলার রাজিয়া সুলতানা সবাই কে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রাজিয়া সুলতানা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের

লক্ষ্ণীনাথপুর গ্রামের মৃত নূরআলী সরদারের কন্যা মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ২৩ বছর। পারিবারিক সূত্র জানায়, বুধবার  (১৩ই মার্চ)  দিবাগত রাত ১০ টার দিকে তিনি পুত্র সন্তান প্রসব করেন। রাত সাড়ে ৩ টার দিকে রক্তক্ষরণ শুরু হলে হাসপাতালে নেয়ার পথে ভোর ৪ টার দিকে মৃত্যু হয় রাজিয়া সুলতানার।

বৃহস্পতিবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে।কৃতি এ ফুটবলারের অকাল মৃত্যুতে তার পরিবারসহ সাতক্ষীরা জেলার ক্রীড়া আঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই