পাঁচবিবিতে বেড়েছে কলার দাম, প্রতি হালিতে ১০ টাকা-Chief TV-চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
মেহেরাজ হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় সরোজমিনে গিয়ে দেখা যায় কলার দাম হালিতে ১০ টাকা বেশি।
পাঁচবিবির রেলওয়ে স্টেশন এলাকায় কলা কিনতে আসা কৃতা মোরসালিন বলেছেন। এক সপ্তাহ আগে ৩০থেকে ৩৫ টাকায় ভালো মানের কলা পাওয়া গেছে, আর এখন বেশী টাকা দিয়েও ভালো মানের কলা পাওয়া যায় না।
এদিকে পাঁচবিবি বাজারে বিক্রির হচ্ছে হালি প্রতি ৫০ টাকা দরে। কলা কিনতে আসা রবিউল ইসলাম বলেন, পাঁচ হালি কলা কিনলাম দুই শত পঞ্চাশ টাকায়। কলার দাম বেড়েছে এজন্য অনেকেই কলা না কিনে চলে যাচ্ছে।
কোন মন্তব্য নেই