শিরোনাম

শ্রীবরদীতে নিউজ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা - Chief TV - চিফ টিভি

শ্রীবরদীতে নিউজ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা - Chief TV - চিফ টিভি
ছবিঃ রিপোর্টার শাওন ও মামলার কপি

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ 

শেরপুরের শ্রীবরদীতে চিফ টিভির স্টাফ রিপোর্টার শাওন আহাম্মেদ এর উপর এই মামলাটি করা হয় ৷ গত ১৭ই মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলাধিন ৩নং কাকিলাকুড়া ইউনিয়নের খন্চেপাড়া বাজারের নির্ধারিত পয়েন্টে টিসিবি পন্য বিতরন করেন ডিলার আমিনুল ইসলাম ৷ যেহেতু রমজান মাস তাই টিসিবি পন্য নিতে সকল কার্ড ধারী গন নির্দিষ্ট ডিলার পয়েন্টে উপস্থিত হন ৷ এবং সকল গ্রাহকগন তারাতারি টিসিবি পন্য নেওয়ার জন্য চেষ্টা করেন, যার ফলে একটু বারতি চাপ পরে যায়, বিতরনকারির উপর আর এই চাপ সামলাতে না পেরে ডিলার আমিনুল ইসলাম গ্রাহকদের সাথে খারাপ ব্যবহার করে ৷

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা শামছুল হক কথা বলতে গেলে তার সাথে ও খারাপ আচরন করে টিসিবি ডিলার আমিনুল ৷ বিতরনের এক পর্যায়ে ওই দিন ( ৩:৪৫ মি:) ২১ জন টিসিবি কার্ড ধারি গ্রাহক পন্য নিতে ব্যর্থ হয় ৷ তারা ডিলারের কাছে পন্যের বিষয়ে চানতে চাইলে ডিলার তাদের উপর চওড়া হয়ে যায় ৷ তারা কিছুতেই ডিলারের সাথে পেরে উঠতে পারছিলো না,  তাই তারা বিষয়টি চীফ টিভির স্টাফ রিপোর্টার শাওন আহাম্মেদ কে জানায় ৷ খবর পেয়ে শাওন আহাম্মেদ ঘটনা স্থলে গিয়ে ডিলারের সাথে ওই ২১ জনের টিসিবি পন্য না পাওয়ার বিষয়ে কথা বলতে চাইলে ডিলার সাংবাদিক শাওন আহাম্মেদকে  টাকার বিনিময়ে বিষয়টিকে ধামাচাপা দিতে বলে এবং নিউজ না করার জন্য অনুরোধ করে ৷ 

শাওন আহাম্মেদ সরাসরি নাকোচ করে বলে আমি এখানে টাকা নেওয়ার জন্য আসিনি আপনারা ২১ জনকে টিসিবি পন্য দেন ৷ তখন টিসিবি ডিলার শাওন আহাম্মেদ কে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তার বিরুদ্ধে মামলা করার হুমকি দেয় ৷ পরে স্থানিয় ইউপি সদস্য মোতালেব আকন্দ ডিলারের পক্ষপাতিত্ব করে ওই ২১ জন গ্রাহক কে ৩০০ করে টাকা নিয়ে বাড়িতে চলে যেতে বলে ৷ একদিকে রমজান মাস তার উপরে আবার সন্ধা ঘনিয়ে আসছিলো তাই অসহায় গ্রাহকগন ৩০০ করে টাকা নিয়েই বাড়ি ফিরেন ৷ 

বিষয়টি নিয়ে চীফ টিভির স্টাফ রিপোর্টার শাওন আহাম্মেদের তথ্য ও ভিডিও চিত্রের উপর সংবাদ প্রচার করে চীফ টিভি ৷ এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য শুরু থেকেই সাংবাদিক  শাওন আহাম্মেদ কে সাহায্য করে আসছিলো আমিনুল ইসলাম চাঁন মিয়া নামের স্থানীয় এক মুরুব্বী ৷ চীফ টিভিতে রিপোর্টটি প্রচারের পরেই ডিলার আমিনুল ইসলাম সাংবাদিক শাওন আহাম্মেদ কে ১ নং তার বাবা শামিম আহাম্মেদ কে ২ নং এবং আমিনুল ইসলাম চাঁন মিয়া কে ৩ নাম্বার আসামি করে সি.আর. আমলী আদালত শ্রীবরদী, শেরপুর এ  চাঁদাবাজির মামলা দায়ের করেন।

এ বিষয়ে শ্রীবরদী থানার ইন্সপেক্টর তদন্ত লতিফুলের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমিনুল কোর্টে মামলা করেছেন আমরা তদন্ত করছি , মামলা তদন্ত করে যা পাবো আমরা সেই রিপোর্টটিই আদালতে পেশ করবো একানে কোন পক্ষ নিয়ে কাজ করার সুযোগ নেই । যদি শাওন আহম্মেদ দোষি হয়ে থাকেন তিনি তার শাস্তি পাবেন । আর যদি আমিনুল তার নামে মিথ্যা মামলা দিয়ে থাকেন তার জন্যও আিইন আছে । আমরা সুষ্টু ভাবে তদন্ত করছি ।

কোন মন্তব্য নেই