শিরোনাম

পানছড়িতে সাবজোন এর উদ্যোগে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - Chief TV - চিফ টিভি

পানছড়িতে সাবজোন এর উদ্যোগে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সেনা সাবজোনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী  বিতরণ করেন মেজর মোঃ শরীফ আহমেদ, পিএসসি। সোমবার (২৫ মার্চ)  সকাল ১১ টার সময় সাবজোন ক্যাম্প থেকে এই সেবা সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সাব জোন কমান্ডার বলেন মেজর মোঃ শরীফ আহমেদ পিএসসি  বলেন,রোজা ও ঈদের আনন্দ ভাগাভাগী করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। ঈদের আনন্দ বহু গুণ বাড়িয়ে দিতে পানছড়ি সাবজোন এর পক্ষ হতে আজকে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, নুডলস, চাল, মুড়ি, ছোলা, চিনি, ও ডাল। 

এই সময় উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মোঃসোলাইমান, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব সহ প্রমুখ। 

এদিকে-রোজার প্রথম দিন থেকে সাবজোনে প্রতিদিন ৫ জন অসহায় মানুষ কে ইফতার করানো হচ্ছে বলে জানা যায়। যা পুরো রোজা পর্যন্ত  অব্যাহত থাকবে বলে সাবজোন ক্যাম্প সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই