বাগেরহাটের ফকিরহাটে নারীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
বাগেরহাটের ফকিরহাটে ষাটোর্ধ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার দেহটি উদ্ধার করা হয়।নিহত আম্বিয়া বেগম (৬২) ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার মোড়ল আ. লতিফ মোড়লের স্ত্রী।
পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে জাড়িয়ার পশ্চিমপাড়া এলাকায় একটি বাগানে কাঁঠাল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই নারীর দেহ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ করছে।
কোন মন্তব্য নেই