চৌহালীতে নিরাপদ খাদ্য জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত- Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহবুব হাসান - উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌহালী। এ সময় প্রধান অতিথি ছিলেন ফারুক হোসেন সরকার - চেয়ারম্যান উপজেলা পরিষদ চৌহালী। নিরাপদ খাদ্য নিয়ে এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমান
আরো উপস্থিত ছিলেন মোল্লা বাবুল আক্তার - ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ চৌহালী , নাসরিন আক্তার -মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ চৌহালী , শ্যামল কুমার দত্ত -অফিসার ইনচার্জ চৌহালী থানা , কৃষিবিদ মাজেদুর রহমান- উপজেলা কৃষি কর্মকর্তা চৌহালী , ডা: জান্নাতি- প্রানি সম্পদ কর্মকর্তা , ডা: আহসান হাবিব উজীর - মেডিকেল অফিসার , মামুনুর রহমান -উপজেলা সমাজ সেবা কর্মকর্তা চৌহালী , মৎস্য দপ্তরে জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম শফি, বিভিন্ন ইউ,পি চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং ভোক্তারা উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও এ মুহূর্তে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ নিয়ে অনেক আইন হয়েছে, অনেকগুলো সরকারি সংস্থা কাজ করছে, কিন্তু এরপরও ভেজাল রোধ করা যাচ্ছে না।ভোক্তাদের পাশাপাশি ব্যবসায়ীরা সচেতন না হলে শুধু আইন করেও খাদ্যপণ্য ভেজালমুক্ত করা সম্ভব নয়। ভেজাল রুখতে হলে মনে রাখতে হবে, আমরা সবাই ভোক্তা।
কোন মন্তব্য নেই