বগুড়ায় যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ৩ - Chief TV - চিফ টিভি
বগুড়ায় সদর থানাধীন শহরতলী ছোট কুমিড়া পশ্চিম পাড়া এলাকায় মোবাইল ফোন চুরির সন্দেহে গত বৃহস্পতিবার (১৪ই মার্চ) সকাল ১১টার দিকে সোয়াল (২৫) নামের এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে আহত করে প্রতিবেশী রেজাউলসহ তার পরিবার। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা সোয়াল যায়।
এ ঘটনায় নিহত সোয়ালের বাবা আজিজুল হক পাঁচজনের নামে থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে রাতেই পুলিশ রেজাউলসহ তার পরিবারের তিনজনকে গ্রেফতার করে।
গ্রেপ্তাররা হলেন,বগুড়া সদর উপজেলার শহরতলী ছোট কুমিড়া পশ্চিমপাড়া মৃত মাহির উদ্দিন শেখের ছেলে রেজাউল করিম(৫৫), তার স্ত্রী সানু বেগম (৪৫) এবং মেয়ে আশা খাতুন (১৯)।
শুক্রবার (১৫ই মার্চ) বিকালে বগুড়া সদর থানা থেকে পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
উল্লেখ্য, নিহত সোয়াল ছিলেন, বগুড়া সদর থানাধীন ছোট কুমিড়া পশ্চিম পাড়ার আজিজুল হকের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন , গত কয়েক দিন আগে রেজাউলের তার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়েছিল। নিহত সোয়াল প্রায় আসামি রেজাউলের বাসা মাদক সেবনে জন্য যেত। রেজাউলের সন্দেহ ছিল নিহত সাওয়াল তাদের মোবাইল ফোনটি চুরি করেছে। তাই তাকে পূর্বপরিকল্পনা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাওয়ালকে তাদের বাড়ি ডেকে নিয়ে যায়।
নিহত সোয়াল ফোন চুরির দায় অস্বীকার করলে তাকে বাড়ির পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে রেজাউল, তাঁর স্ত্রী ও মেয়ে নিহত সোয়ালকে লোহার রড, কাঠের বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহতর অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সাওয়াল মারা যান।
নিহত সোয়ালের বাবা আজিজুল হক বৃহস্পতিবার রাতেই পাঁচজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুলিশ রেজাউলের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়
কোন মন্তব্য নেই