শিরোনাম

জলদস্যুদের হাতে বন্দি ছেলে কে ফিরে পেতে ফরিদপুরে বাবা-মায়ের আকুতি - Chief TV - চিফ টিভি

জলদস্যুদের হাতে বন্দি ছেলে কে ফিরে পেতে ফরিদপুরে বাবা-মায়ের আকুতি
ছবিঃ প্রতিনিধি
এস এম সাহান, ফরিদপুর প্রতিনিধিঃ 

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে বন্দি তারিকুল ইসলামের গ্রামের বাড়িতে চলছে আহাজারি। সন্তানকে ফিরে পেতে কান্নাকাটি করছেন আল্লাহর কাছে।

বুধবার দুপুরে তার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকড়িকান্দি গ্রামের বাড়িতে যেয়ে এ চিত্র দেখা গেলো। সাংবাদিকদের নিকট এসময় তারা সন্তানকে ফিরে পাওয়ার জন্য সকলের সহায়তা কামনা করেন। একইসাথে সরকার যাতে ওই জাহাজের সকলকেই জীবিত উদ্ধার করতে পারে সেই আর্জি জানান। বন্দী নাবিকের পিতা দেলোয়ার হোসেন ও মা হাসিনা বেগম।

তার মা হাসিনা বেগম জানালো, সাত বছর বয়স থেকে কখনো নামাজ-রোজা কামাই করেনি তারিকুল, এমন একটি সোনার ছেলের এমন দুর্দশার খবরে বারবার হুহু করে কেঁদে উঠছেন তার মা। ছেলের ছবি দেখে কান্না করছেন আর তাদের ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে বার্তা পৌছে দেয়ার অনুরোধ করছেন।

কোন মন্তব্য নেই