শিরোনাম

মাহে রমজান উপলক্ষে ইন্দুরকানীতে মুদি দোকানে বিভিন্ন অপরাধে জরিমানা - Chief TV - চিফ টিভি


মাহে রমজান উপলক্ষে ইন্দুরকানীতে মুদি দোকানে বিভিন্ন অপরাধে জরিমানা - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সাইফুল ইসলাম হাওলাদার, জেলা (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানী বাজারে অভিযান চালিয়ে মুদি দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ মার্চ) দুপুরে বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এই মনিটরিং করা হয়। অভিযান পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলা প্রশাসন।

নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যে মেয়াদ উত্তীর্ণ ও দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ইন্দুরকানী বাজারের মিস্ত্রি জেলারেল স্টোর মুদি দোকানীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পিরোজপুর জেলা সহকারী পরিচালক দেবাশীষ রায় যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় অন্যদের মধ্যে ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শামীম রেজা, সহ সভাপতি শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, ইন্দুরকানী সদর ইউনিয়নের ইউপি সদস্য মজনু হোসের রনি সহ ইন্দুরকানী থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ বাজার মনিটরিং নিয়মিত চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী।

কোন মন্তব্য নেই