শিরোনাম

বগুড়ায় ধারে টাকা না দেওয়ায় ছুরিকাঘাতে আহত যুবক - Chief TV - চিফ টিভি

বগুড়ায় ধারে টাকা না দেওয়ায় ছুরিকাঘাতে আহত যুবক - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া লালন মাঠ এলাকায় সৌরভ হোসেন সজীব নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, টাকা ধার না দেওয়ায় সোমবার (১১ মার্চ) বেলা ১১ টায় দিকে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বর্তমানে আহত ওই যুবক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সৌরভ (২০) হলেন, নামাজগড় এলাকার সাহাবুল ইসলামের ছেলে ও ডিগ্রী প্রথম বর্ষের ভর্তি প্রার্থী ছাত্র।

এসব তথ্য নিশ্চিত করেছেন ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ পরিদর্শক রেদওয়ানুর করিম।

এ বিষয়ে আহত সজীব বলেন, কিছুদিন আগে আমার পরিচিত এক ছোট ভাই আমার থেকে টাকা ধার চায়। কিন্তু টাকা দিতে অস্বীকার করলে সে আমাকে অনেক হুমকি দেয়। আজ আমি বন্ধুদের সাথে কাটনারপাড়া এলাকার লালন মাঠে আড্ডা দিচ্ছিলাম। তখন মাঠ থেকে একটু সামনে আমি পানি পান করার জন্য গেলে আমার উপর অতর্কিত হামলা হয়।

ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ পরিদর্শক রেদওয়ানুর করিম বলেন, টাকা লেনদেনের জেরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত সজীব নামে ওই যুবকের বাম পায়ে ছুড়ি দিয়ে ৩ টা স্টেপ করে দুর্বৃত্তরা। বর্তমানে আহত সজীব শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন ও আশংকামুক্ত রয়েছে।

কোন মন্তব্য নেই