শিরোনাম

পানি তে ডুবে এক সাথে ভাই এবং বোনের মৃত্যু - Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি

ইব্রাহিম শান্ত, কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে একে পরিবারের একটি মেয়ে সন্তান এবং একটি ছেলে সন্তান পানিতে ডুবে নিহত হয়। 

বুধবার (২৭ মার্চ ) সকালের  দিকে এই ঘটনাটি ঘটেছে।

নিহত দুই শিশু চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সরালী মাঝি বাড়ির সন্তান।

একে পরিবারে এক সাথে দুইটি সন্তানের মৃত্যুতে পরিবারে  চলছে হাহাকার। এবং এলাকা বাসী ও হয়ে গেছে নিস্তব্ধ। 

স্থানীয় সূত্রে জানা যায়,দুই ভাই বোন কে  এক সাথে খেলা ধুলা করতে দেখা যায় ।  খেলা ধুলা করতে করতে তারা এক পর্যায়ে পানি তে নেমে যার । কিন্তু তারা সাঁতার না কাটতে পারায় পানিতে  তে ডুবে যায় । এবং কেও না দেখতে পারায় দুই শিশু এ  নিহত হয় ।

কোন মন্তব্য নেই