শিরোনাম

মিরসরাইতে কাজ্বী এন্ড কোম্পানির খাদ্য দ্রব্য এবং নগদ অর্থ বিতরন - Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি
তোহিদুল ইসলাম চট্টগ্রাম, জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরশরাইে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরন  পালিত হয়েছে।  কাজী এন্ড কোম্পানির  পক্ষ থেকে  কাজি মো:নয়ন পিতা: ডক্টর  আজিজুল  হক(মৃত) মাতা:কাজূ ছমনা বেগম(মৃত)  কাজী এন্ড কোম্পানির  মালিক নিজে উপস্থিত  থেকে এই বিতরন সম্পুর্ন  করেন। কাজী এন্ড কোম্পানি অনেক বছর আগে থেকে  এই রকম  মানবিক  সহায়তা  করে আসছে

উপস্থিত  জনগনের কাছ থেকে জানা যায় ওনার ওয়াড বা ইউনিয়ন শুধু  না বরং মিরসরাই  থানার অনেক গুলা ইউনিয়ন এবং ওয়াড পযন্ত  দেওয়া হয়েছে।  কাজী এন্ড কোম্পানির মালিক  মো: কাজূ নয়ন সাহেবের সাথে  কথা বল্লে ওনি জানান  এই রকম কাজ গুলো ওনাকে মানসিক শান্তি  দেয় এবং সামনের দিন গুলোতে যেন  এই মানবিক সহায়তা  করতে পারে সেজন্য  সবার কাছে দোআ কামনা করছে।এইসময় আরও উপস্থিত ছিলেন ১১নং ইউনিয়নের সাবেক  চেয়ারম্যান  মো:শাহিনএবং এত্ত ওয়াডের মেম্বার রবিউল রনি উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই