বগুড়ায় ০৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর এলাকার টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে থেকে র্যাবের অভিযানে আজ শনিবার (১৬ই মার্চ) রাত ০৩টার দিকে ০৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে বগুড়া র্যাব- ১২।
গ্রেফতারকৃত আসামিরা হলো, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে আবু হানিফ (৪০) অপরজন হলেন একই এলাকার মোজাফফর হোসেনের ছেলে রবিউল ইসলাম (২৮)। শনিবার (১৬ই মার্চ ) দুপুর ২ টার দিকে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারেন, নীলফামারী থেকে বগুড়া শেরপুরের উদ্দেশ্যে একটি মোটরসাইকেল যোগে এক মাদক কারবারী নেশাদ্রব্য গাঁজা পরিবহন করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস টিম বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকার টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে।
এ-সময় সন্দেহজনক ভাবে একটি মোটরসাইকেলে তল্লাশি করলে ০৩ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং নগদ ১২০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন আরোও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে এর আগেও মাদক ক্রয় বিক্রয়ের অভিযোগ রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই