বগুড়ায় লাইসেন্সবিহীন ২টি সিএনজি স্টেশনকে জরিমানাসহ বন্ধ করলেন : ইউএনও - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বাজার এলাকায় লাইসেন্সবিহীন এবং বিপদজনক ও ঝুঁকিপূর্ণ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শনিবার (১৬ মার্চ) বেলা ১১.০০ টা থেকে ১.০০টা পর্যন্ত বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার সংলগ্ন ফাহিম সিএনজি পাম্প ও ফারজানা ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা যায়, গত ০৩ বছরেরও অধিক সময় ধরে কোন নিয়ম নীতি না মেনেই লাইসেন্সবিহীনভাবে ফাহিম ফিলিং স্টেশনটি ট্রাকের কেবিনে সিরিজ সিএনজি ট্যাংক স্থাপন করে অত্যন্ত ঝুকিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলো।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এসময় সত্যতা প্রমাণ পেলে পুলিশের উপ পরিদর্শক হাবিবুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে অভিযুক্তদের আটক করেন। অতঃপর এক লক্ষ টাকা জরিমানা দিয়ে মুক্তি পান।
অপরদিকে একই উপজেলার রানীরহাট এলাকায় ফারজানা ফিলিং স্টেশন নামের স্টেশনটিও লাইসেন্সবিহীন ঝুকিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছিল।
এ সময় সেখানে অভিযান পরিচালনা করে দেখতে পারেন, ফায়ার সেফটি মেজারসহ বিষ্ফোরক অধিদপ্তর বা এনার্জি রেগুলেটিং অথোরিটি বা পেট্রোলিয়াম কর্পোরেশনসহ পরিবেশ অধিদপ্তরের কোন কাগজই তাদের কাছে নেই। উক্ত প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করে এবং লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত জনস্বার্থে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী বলেন,বেইলি রোডের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এ ধরণের মর্মান্তিক ঘটনা আর যেন না ঘটে সে উদ্দেশ্যে সবাই মিলে এক সাথে কাজ করতে হবে।
তিনি গণমাধ্যম কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের কারণেই ঝুকিপূর্ণভাবে পরিচালিত এ সকল পাম্পের খবর আমরা পাই ও ব্যবস্থা নিতে পারি।
কোন মন্তব্য নেই