পাঁচবিবিতে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
জয়পুরহাটের পাঁচবিবিতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল থেকে অসহায় ও দুস্থদের মাঝে চিকিৎসা সহয়তা হিসাবে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি পৌর সভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর সুপারিশের ভিত্তিতে পৌর সভার আয়োজনে পৌর কার্যালয়ে এসব অসহায় ও দুস্থদের মাঝে চেক বিতরণ করা হয়। প্যানেল মেয়র নুর হোসেনের সভাপতিত্বে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউন্সিলর আমজাদ হোসেন , জেলা পরিষদের সাবেক সদস্য আফজাল হোসেন আংগুর , কাউন্সিলর মনসুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শামীমা সুলতানা শীতল।
চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও আওয়ামীলীগের নেতা জাহেদুল মাস্টার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার ২৭ জন অসহায় নারী পুরুষের হাতে ১১ লক্ষ ৬০ হাজার টাকার চেক তুলে দেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
কোন মন্তব্য নেই