শিরোনাম

নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল - Chief TV - চিফ টিভি

নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
তোহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন পরিচালিত রাউজান নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসা ও উম্মুল আশেকীন সৈয়দা সাজেদ্ খাতুন(রা:)হেফজখান-এতিমখানার ছাদের মাঝে ঈদ উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

অত্র মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। 

শিক্ষক সুমন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য শফিউল আলম, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, মাওলানা ফজলুল কাদের, মোদাচ্ছের হায়দার, জিয়াউর রহমান মেম্বার,বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ, মামুন মিয়া,আক্কাস উদ্দিন মানিক, নাজিমুদ্দিন কালু, খোরশেদ আলম, কাজী হেলাল উদ্দিন, তছলিম উদ্দিন।মোনাজাত করেন মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী।এতে  উপস্থিত ছিলেন আরও অনেকে।

কোন মন্তব্য নেই