জাতীয় গনহত্যা দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় উদযাপন গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়- Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
জাতীয় গণহত্যা দিবস ২০২৪ যথায়থ মর্যাদায় উদযাপন এর খন্ড চিত্র আয়োজনে গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়।
একসময় উপস্থিত ছিলেন গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি,শামীম আহাম্মেদ জুয়েল,গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটি সদস্য, সায়েম মিয়া,বিপুল মিয়া বিবলু,নূর হোসেন,জহুরুল ইসলাম,গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য,নাজমুল হুদা,ইব্রাহিম আকন্দ,আলী আকন্দ,মাহাবুর আকন্দ, এ সময় উপস্থিত ছিলেন,৩ নং কাকিলাকুড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরঙ্গ।
গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ও ছাত্র-ছাত্রীবৃন্দ,এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্স মিডিয়ার সাংবাদিকগণ।
কোন মন্তব্য নেই