ঈশ্বরদীর দোকানে ও ইটভাটায় অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
ঈদকে সামনে রেখে রোজার মাসে বিভিন্ন বাজারে বেশীদামে পণ্য বিক্রি,ইট ভাঁটা সমিতির সভাপতি সেক্রেটারীর নেতৃত্বে বিভিন্ন অবৈধ ইট ভাটা মালিকের নিকট থেকে বিভিন্ন প্রশাসনের নামে টাকা তোলাসহ নানা অভিযোগে ঈশ্বরদীর প্রশাসন নড়েচড়ে বসেছে। প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি টি এম রাহসিন কবিরের নেতৃত্বে শুরু হয়েছে বাজার মনিটরিংয়ের সাথে অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে অভিযান।
বৃহস্পতিবারসহ সপ্তাহখানেক আগ থেকে তিনি দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে সুযোগ বুঝে বিভিন্ন বাজারের দোকানে দোকানে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে ঈশ্বরদী বাজারসহ দাশুড়িয়ার বিভিন্ন দোকানে বেশী দামে খাদ্য পণ্য বিক্রির অভিযোগে প্রায় চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে।
একই ভাবে লক্ষীকুন্ডার বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। দাদাপুর গ্রামের ’মেসার্স পদ্মা ব্রিকস’ ও ’একতা ব্রিকস’ প্রত্যেককে ৩০ হাজার করে ৬০ হাজার এবং ’মেসার্স সেভেন স্টার’কে ২০ হাজার টাকা জরিমানা এবং আগামীতে বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটা না চালানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির। ফসলের জমিতে ইটভাটা তৈরি ও বৈধ কাগজপত্র না থাকায় ’ইট তৈরী ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ (১) ধারা মোতাবেক এই অভিযান পরিচালনা করা হয়।
ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানের বাজারে চরাদামে পণ্য বিক্রির অভিযোগ থাকার প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে বাজার মূল্য মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানাগেছে।
কোন মন্তব্য নেই