শিরোনাম

বগুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড নিমিষেই পুরে শেষ ফল ব্যবসায়ীদের স্বপ্ন - Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি
 

শুভজিৎ সরকারঃ

বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত ফল পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১২ টি ফলের দোকান। 

শনিবার (২৩ মার্চ) রাত ১টার দিকে শহরের সাতমাথা এলাকার বিআরটিসি ও সপ্তপদী মার্কেট সংলগ্ন ফল মার্কেটটিতে এই অগ্নিকাণ্ড হয়।

অগ্নিকান্ডের শুরুতে স্থানীয় লোকজন ও দোকানদাররা আগুন নিভানোর চেষ্টায় ব্যর্থ হলে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা খবর পেয়ে এসে ২০-৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়।ফল মার্কেটের ব্যবসায়ীরা জানান, সপ্তপদী মার্কেটের পশ্চিমে পার্শ্বে ১২টি ফলের দোকান অবস্থিত। প্রতিটি দোকানেই বিভিন্ন ধরনের ফলসহ নগদ টাকাও ছিল।

আমরা প্রতিদিনের মতো ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়িতে যায়। কিন্তু আজ রাতে হঠাৎ করে খবর পাই আমাদের মার্কেটে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে এসে দেখেন দোকানগুলো আগুনে পুড়ছে। আমরা আগুন নেভানোর অনেকক্ষণ চেষ্টা করে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক। তিনি বলেন, রাত ১টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২০ মিনিটের ব্যাবধানে আগুন নিয়ন্ত্রণে নেয়। এই মুহূর্তে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না আসলে আগুনের সূত্রপাতটা কিভাবে হলো। ক্ষয়ক্ষতির পরিমাণও এই মুহূর্তে নির্দিষ্টভাবে নির্ণয় করা যায়নি। তবে প্রতিটি দোকানে খেজুর অন্যান্য ফলমূলসহ অনেকের নগদ টাকাও ছিল।

এছাড়াও তিনি আরো বলেন, আগুন লাগার মূল কারণে নির্ণয়ে আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে আসলে জানা যাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ।

কোন মন্তব্য নেই