শিরোনাম

নামাজ শেষে ইমামের মৃত্যু এইচ এম মনিরুজ্জামান - Chief TV - চিফ টিভি

 

নামাজ শেষে ইমামের মৃত্যু এইচ এম মনিরুজ্জামান - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
নড়াইল জেলা প্রতিনিধিঃ

আহ..!! মৃ'ত্যু কতো কাছে। সালাতুত তারাবীহ শেষে মহেশখালীতে ইমাম সাহেবের মৃত্যু।

মহান আল্লাহ তাআ'লা প্রিয় ভাই কে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।

কক্সবাজার মহেশখালী উপজেলার হোয়ানক জামাল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও ইসলামিয়া হাফেজিয়া মাদ্রা‍সার শিক্ষক, লোহাগাড়া  উপজেলার কলাউজান বলি পাড়ার বাসিন্দা হাফেজ মাওলান নূর মোহাম্মদ গতকাল তাড়াবির নামাজ শেষে রাত ১০:৩০ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া ব'ন্ধ হয়ে ই'ন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।এমন পবিত্র মাসে নামাজ আদায় করে মৃ'ত্যু কত সুন্দর !! সত্যিই তিনি সৌভাগ্যবান!! মহান আল্লাহ তার প্রতি রহম করুন।

কোন মন্তব্য নেই