বেড়ায় গম কাটা মেশিনের চাকায় পৃষ্ট হয়ে শিশু নিহত - Chief TV-চিফ টিভি
পাবনা বেড়ায় গম কাটা মেশিনের চাকায় পৃষ্ট হয়ে বায়জিদ নামের ৭বছরের এক শিশু নিহত হয়েছে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাবনা বেড়া উপজেলার আমিনপুর থানাধীন কালিকাপুর পূর্ব পাড়া গ্রামে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ২১শে মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বন্ধুদের সাথে ৭ বছর বয়সী শিশু বায়োজিদ গম কাটা দেখতে বাড়ির পাশের একটি মাঠে যায়। এ সময় মেশিনটি গম কাঁটতে কাঁটতে এক সময় পিছনের দিকে গেলে হঠাৎ করে মেশিনের চাকার নিচে পড়ে যায় শিশু বায়োজিদ। চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে চাকার নিচ থেকে বায়োজিদকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতাল এবং পরে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত বায়োজিদ কালিকাপুর পূর্বপাড়া গ্রামের মো: বিল্লাল শেখের ছেলে।
তবে এই ঘটনায় ঘাতক চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আমিনপুর থানা পুলিশ।
নিউজ লেখা পর্যন্ত উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় কোন মামলা কিংবা লাশ ময়না তদন্তের কোন প্রক্রিয়ার খবর পাওয়া যায়নি।
তবে এই ঘটনায় একাধিকবার নিহত বায়োজিদের পরিবারের লোকজন হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার দাবি করেছেন।
এদিকে বায়োজিদের অকাল মৃত্যুতে পরিবার স্বজন এবং প্রতিবেশীদের মাঝে ব্যাপক শোক বিরাজ করছে।
কোন মন্তব্য নেই