অজ্ঞাত বৃদ্ধা মহিলার সন্ধান চাই -Chief TV-চিফ টিভি
বিগত কয়েকদিন ধরে জয়পুরহাট জেলার কালাই উপজেলার মাত্রাই গ্রামে কঙ্কাল অবস্থায় পরে ছিলো এই অজ্ঞাত বৃদ্ধা মহিলা । তার শারীরিক ও মানসিক অবস্থা খুব খারাপ । দীর্ঘদিন পরিচয়হীন ভাবে পড়ে থাকায় শরীরের জঠিল ও কঠিন রোগ সৃষ্টি হয় ।
আজ দুপুরে হঠাৎ সেন্সলেস হয়ে গেলে স্থানীয় স্বেচ্ছাসেবী এক সংগঠনের কয়েকজন সদস্য সেই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে সু- চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,কালাইয়ে ভর্তি করিয়েছে । তিনি মানসিক ও শারীরিক ভাবে অত্যন্ত অসুস্থ ।
এই বিষয়ে বিশদ জানার জন্য সেই স্বেচ্ছাসেবী সংগঠনের মুখপাত্র আবদুল্লাহ আল ফোরকান সৌরভ বলেন, বৃদ্ধা মহিলার বাসা শিবগঞ্জ বগুড়া অঞ্চলে হতে পারে। কারণ, সেই সেন্সলেস হওয়ার পূর্বে তার ভাষায় বগুড়ার আঞ্চলিকতা প্রকাশ পেয়েছে।
বর্তমানে তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন,তিনি নিজের পরিচয় প্রদান করতে পারছেন না । যদি কোনো সহৃদয় ব্যক্তি উনার পরিচয় জানেন অনুগ্রহ করে নিচে দেয়া সংশ্লিষ্ট থানার দায়িত্বরত অফিসারের নাম্বার কিংবা ইনবক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি ।
কোন মন্তব্য নেই