বড়ভিটা হতে টেঙ্গনমারী সড়ক তো নয় যেন মরণ ফাঁদ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বড়ভিটা হতে টেঙ্গনমারী যাতায়াতের একমাত্র সড়কটি সংষ্কারের অভাবে দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাড়িঁয়েছে।
এতে ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজ মাদরাসার শিক্ষক শিক্ষার্থী সহ হাজার হাজার পথচারী এই পথ দিয়ে প্রতিনিয়ন চলাফেরা করে।
ঐ অঞ্চলের মানুষের খুব সহজেই টেঙ্গনমারী,কচুকাটা, নীলফামারী, মীরগঞ্জ, দেবীগঞ্জ, ডোমার ডিমলা সহ ঠাকুরগাঁও পঞ্চগড় যাওয়ার একমাত্র সড়কটি আজ হুকমীর মুখে।যে কোন সময় বড় ধরণের বিপদ ঘটে যেতে পারে বলে আশংকা করছেন ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় রাহান জানান, রাস্তাটির অবস্থা এতোই খারাপ যা বলার অপেক্ষা রাখে না।ঝুকিঁ পূর্ণ অবস্থায় এলাকার লোকজন জীবনের তাগিদে ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাতে স্থানীয়দের চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হয়।রাতে বড় বড় গর্ত গুলো দেখা যায় না।
ভ্যান চালক দুলু মিয়া জানান, এ রাস্তাটি যেন দেখার যেন কেউ নেই। প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজার হাজার লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পরে। আমি গরিব মানুষ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু রাস্তার যে অবস্থা পায়ে হেটে চলাই কষ্ট তারপর আবার ভ্যানে কিভাবে মানুষ নিয়ে চলাচল করবো। স্থানীয়রা দ্রুত সড়কটি সংষ্কারের দাবী উপজেলা প্রশাসনের নিকট।
কোন মন্তব্য নেই