ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যেগে ইমাম মোয়াজ্জিনদের আর্থিক সহায়তা প্রদান- Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইমাম-মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়, উপহার বিতরণ, দুস্থ-অসহায়দের আর্থিক সহায়তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার দেওটি বাজার এলাকার ডাক্তার মোস্তফা সাহেবের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষাঅনুরাগী, মোটিভেশনাল স্পিকার, ক্যাপ্টেন এ,কে এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় উপজেলার দুই শতাধিক ইমাম-মোয়াজ্জিন ও তিন শতাধিক দুস্থ অসহায় মানুষ উপস্থিত ছিলেন এবং উপহার হিসেবে নগদ অর্থ গ্রহন করেন।
সভাপতির বক্তব্যে গোলাম কিবরিয়া মসজিদের ইমামদের ইমামতি নামক চাকরির গন্ডি থেকে বের হয়ে সমাজের ইমাম এবং নেতা হিসেবে ভূমিকা রাখতে স্বাবলম্বী হওয়ার আহবান জানান। সেই সাথে ইমামদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন কর্মদক্ষতা সৃষ্টির লক্ষ্যে ট্রেনিং ও আর্থিক সহায়তার প্রদানের আশ্বাস দেন এবং ইমাম মোয়াজ্জিনদের উদ্দেশ্যে ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার মনোমুগ্ধকর ধর্মীয় আলোচনা করেন, তিনি ইমাম-মুয়াজ্জিনদের উদ্যেশে আরো বলেন, আপনারা সমাজের নেতা এবং আদর্শ, আপনারাই বদলে দিতে পারেন এদেশের পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে, আপনারাই তৈরী করতে পারেন আলোকিত এবং জাগ্রত সমাজ। সভাপতির বক্তব্য উপস্থিত সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়েন।
পরিশেষ তিনি বলেন আসুন আমরা সবাই সুন্দর ও শোষনহীন, ন্যায়পরায়ন একটি সমাজ গঠন করি।ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক এ.এস.এম মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা, এম এইচ গ্লোবাল গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা তানভির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ মাষ্টার প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় ছিলেন ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা গোলাম মর্তুজা, ও জহিরুল ইসলাম।
কোন মন্তব্য নেই