শিরোনাম

পঞ্চগড়ে, বিডি ক্লিন এর উদ্যোগে ইফতার , দোয়া ও মাহাফিল ২০২৪ - Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি
 মেহেদী হাসান (মিরাজ)তেঁতুলিয়া,পঞ্চগড় প্রতিনিধিঃ

গত ২২ই মার্চ (১১ রমজান )২০২৪, রোজ: শুক্রবার, মকবুলার রহমান সরকারি কলেজে মাঠে ।

খুব সুন্দর ও শৃঙ্খলার সাথে

পঞ্চগড় জেলা BD  টিমের বিডি_ক্লিনের  উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শেষ হয়েছে।

"মহিমান্বিত এই মাসে শুদ্ধতা ও পরিচ্ছন্নতাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার।" 

বিডি ক্লিন পঞ্চগড়ের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন -

আবু মোহাম্মদ নোমান হাসান

সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, পঞ্চগড় জেলা শাখা

আকরাম হোসেন

আঞ্চলিক সমন্বয়ক-রংপুর

মেহেরাব হোসেন

বিভাগীয় সমন্বয়ক-রংপুর। 

বিডি ক্লিন পঞ্চগড় তারুণ্যের 

উদ্দেশ্যে নিদের্শনা, অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং সকল দ্বায়িত্বশীল সদস্যদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বের সর্বোচ্চ চর্চা করার কথা বলেন।

 আরও বলেন বিডি ক্লিন পঞ্চগড় জেলা ও তেতুলিয়া এবং বোদা উপজেলা টিমের এর তারুণ্যরা কিভাবে সম্পন্ন পঞ্চগড় জেলা এর সকল মানুষের মাঝে পরিচ্ছন্ন মানসিকতার দাওয়াত পৌঁছে দেওয়া যায় এবং কিভাবে বিডি ক্লিন-পঞ্চগড় তথা পঞ্চগড় জেলা পরিচ্ছন্ন জেলায় রূপান্তর করা যায়। সে বিষয়ে আলোচনা করেন এবং পরেই দোয়া ও ইফতার করেন।

পরিচ্ছন্ন মানসিকতার মানুষদের পবিত্র রমজান মাস হয়ে উঠুক বরকত ও কল্যাণময়। আসুন সকলে মিলে শপথ নেই - একটি ময়লাও যত্রতত্র নয়, ডাস্টবিন ব্যবহারে হই সচেতন।  বিডি ক্লিন তেঁতুলিয়া।বিডি ক্লিন পঞ্চগড়।

কোন মন্তব্য নেই