বগুড়ায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা, নেপথ্যে পুলিশ সদস্য - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ প্রতিনিধি |
বগুড়ায় প্রকাশ্যে চলছে ইয়াবা, গাঁজা বাংলামদ ক্রয় - বিক্রয়। দিন কিংবা রাত শহরের বিভিন্ন জায়গায় হাত বাড়ালে পাওয়া যাচ্ছে পছন্দসই মাদকদ্রব্য। মাদকদ্রব্যের এই সহজলভ্য হওয়ায় সকল বয়সের মানুষ বিশেষ করে স্কুল- কলেজ পড়ুয়া ছাত্ররা এতে বেশি আসক্ত হয়ে পড়ছে। এতে প্রতিদিন বেড়েই চলছে বিভিন্ন অপরাধ।
আর এইসব মাদক ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করতে পাহারা দিচ্ছে কিছু অসাধু পুলিশ সদস্য। মাদক ব্যবসায়ীরা টাকা দিয়ে নিয়ন্ত্রণ করছে কিছু পুলিশ সদস্যদের। এসব পুলিশ সদস্যদের সহযোগিতা থাকায় প্রকাশ্যে চলছে তাদের মাদক বিক্রয় এমনটাই জানান নাম না প্রকাশ শর্তে এক মাদক ব্যবসায়ী।
চিফ টিভির অনুসন্ধানে,গত মঙ্গলবার (১৯ই মার্চ) রাত ১০টার দিকে এমনি এক দৃশ্য ধরা পড়ে চিফ টিভির ক্যামেরায়। দেখা যায়,বগুড়া কেন্দ্রীয় বাইতুল মোকারম মসজিদের সামনে গড়ে ওঠা সুইপার কলোনির গেটে প্রকাশ্যে সদর থানাধীন সদর ফাঁডির কনস্টেবল আব্দুল মান্নানকে টাকা দিচ্ছেন মাদক ব্যবসায়ী। পুলিশ সদস্যদের টাকা দিয়ে চলছে বাংলামদ, ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা।
প্রশাসনিক তৎপরতায় শহরের বিভিন্ন মাদক স্পট বন্ধ হলেও,এখনো বন্ধ হয়নি সুইপার কলোনির মাদক ব্যবসা। এটি যেনো জমজমাট এক মাদকের সাম্রাজ্য। যাদের টাকায় বন্দী প্রশাসন।
পুলিশ সদস্যের টাকা নেওয়ার এই বিষয়ে,সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশ সদস্যের কেউ যদি মাদক সংক্রান্ত কোনো ঘটনার সাথে জড়িত থাকে। এমন ঘটনার সত্যতা প্রমাণিত হলে আমরা দ্রুত সেই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবো। তিনি আরো বলেন, এমন পুলিশ সদস্যদের আমরাও চাই আইনের মাধ্যমে শাস্তি হোক।
কোন মন্তব্য নেই