শিরোনাম

কিশোরগঞ্জে শ্রমিক নেতাসহ ৫ জুয়ারি কারাগারে - Chief TV - চিফ টিভি

কিশোরগঞ্জে শ্রমিক নেতাসহ ৫ জুয়ারি কারাগারে - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

আসিফ ইশতিয়া লিওন, জেলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকসহ ৫ জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ।  

বুধবার( ১৩ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাগুড়া বাসস্ট্যান্ডে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷ 

আটককৃতরা হলেন- মাগুড়া বানিয়া পাড়া গ্রামের মৃত মেনাজ উদ্দিন (ভোল্টং) এর ছেলে মাগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া( ৪০),মাগুড়া কাজী পাড়া গ্রামের আব্দুল আজিজ (ভুলু) মামুদের ছেলে মোর্সেদ আলী( ৩২),খামাত পাড়া গ্রামের বকুল হোসেনের ছেলে বাদশা মিয়া (৪৫), মাগুড়া মিয়া পাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আব্দুল কুদ্দুছ(৩৮) একই গ্রামের বক্কর কসাইয়ের ছেলে মিঠুল (২৮)। 

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করা হয়৷ পরে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। 

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ জন জুয়ারিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই