শিরোনাম

পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো আরো নয়টি সরকারি কলেজ - Chief TV - চিফ টিভি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলো আরো নয়টি সরকারি কলেজ - Chief TV - চিফ টিভি
                                                                      ছবিঃ প্রতিনিধি    
 নিজস্ব হেলাল উদ্দিন প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি নয়টি কলেজ। ৪ এপ্রিল (বৃহস্পতিবার) "শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা " এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় পাঁচটি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় চারটি কলেজ। সর্বমোট নয়টি সরকারি কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় ‌।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ হলো চট্টগ্রাম সরকারি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ বোয়ালখালী , সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম এবং সাতকানিয়া সরকারি কলেজ চট্টগ্রাম। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ হলো রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ এবং রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ।

উল্লেখ্য, ২০১৭ সালে রাজধানী ঢাকার সরকারি সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। শিক্ষার মান উন্নয়নে ক্রমেই দেশের সরকারি অন্যান্য কলেজ সমূহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।

কোন মন্তব্য নেই