শিরোনাম

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ - Chief TV - চিফ টিভি

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ - Chief TV - চিফ টিভি
                                                                 ছবিঃ প্রতিনিধি 
একরামুল হক, খুবি প্রতিনিধিঃ
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ আজ ০৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। 

উপাচার্য বলেন, ঈদ একটি আনন্দ উৎসব হলেও এই উৎসব তখনই তাৎপর্যময় হয়ে ওঠে যখন তা সর্বজনীন রূপ নেয়। তাই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হয়। ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলে মানসিক শান্তি পাওয়া যায়। সিয়াম সাধনার মাস রমজান মানুষকে যেমন ত্যাগের শিক্ষা দেয়, তেমনি ঈদ উৎসবকে সকলের মধ্যে ভাগাভাগির তাগিদ দেয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. শহিদুল আলম হাওলাদার।

পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীসহ দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। এর পূর্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশাসন ভবন সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মো. মুস্তাকিম বিল্লাহ। অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীসহ অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই