শিরোনাম

নগরীতে টাইলস ফ্যাশনের আয়োজনে মিস্ত্রিদের ঈদ উপহার ও ইফতার বিতরণ অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি

নগরীতে টাইলস ফ্যাশনের আয়োজনে মিস্ত্রিদের ঈদ উপহার ও ইফতার বিতরণ অনুষ্ঠিত
                                                          ছবিঃ প্রতিনিধি
উত্তরা সবুজ আহমেদ প্রতিনিধিঃ

রাজশাহীতে টাইলস মিস্ত্রিদের মাঝে ইফতার ও আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ৪ ই এপ্রিল) আমচত্বরে অবস্থিত মের্সাস টাইলস ফ্যাশনের নিজ ভবনে ও অত্র প্রতিষ্ঠানে স্বতাধিকারী মোঃ খাইরুল ইসলামের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ইফতার মাহফিলে অংশ নেয় নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় এক হাজার মানুষ এবং প্রায় তিন শতাধিক টাইলস মিস্ত্রিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। 

কাটাখালি এলাকা থেকে আগত মাসুদ ইসলাম নামের এক টাইলস মিস্ত্রি বলেন, প্রতি বছর আমাদের জন্য এত বড় অনুষ্ঠান করেন খাইরুল ভাই। রাজশাহীতে অনেক বড় বড় প্রতিষ্টান আছে এবং বড় বড় কম্পানি আছে কিন্তু খাইরুল ভাইয়ের মত এত বড় আর সুন্দর আয়োজ কেউ করে না। 

এই আয়োজন করার জন্য আমাদের টাইলস মিস্ত্রি দের পক্ষ থেকে খাইরুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। 

বিনোদপুর এলাকা থেকে এই অনুষ্টানে এসেছে রকিবুল নামের এক মিস্ত্রি । তার কাছে এই অনুষ্ঠানের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, টাইলস ফ্যাশানের নাম যেমন গোটা এলাকা জুড়ে রয়েছে ঠিক তেমনি ভাবে এর মালিক খাইরুল ভাইকেও আমাদের টাইলস মিস্ত্রিদের সবাই চিনে। 

খাইরুল ভাইয়ের মত এত উদার মনের মানুষ হয় না। আমাদের জন্য প্রতি বছরই খাইরুল ভাই এরকম আয়োজন করে। 

তিনি আমাদের মিস্ত্রিদের মনের কথা বুঝেন। এই আয়োজন যেন প্রতিবছরই চলতে থাকে আমরা সেটিই চাই। এই আয়োজন করার জন্য খাইরুল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এই ব্যাপারে জানতে চাইলে মের্সাস টাইলস ফ্যাশনের স্বতাধিকারী খাইরুল ইসলাম বলেন, আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবছরই টাইলস মিস্ত্রিদের জন্য এইরকম প্রগামের ব্যবস্থা করে থাকি। আমাদের প্রতিষ্ঠান একসময় ছোট্ট একটি প্রতিষ্ঠান ছিলো, মানুষের দোয়ায় আজকে টাইলস ফ্যাশন প্রতিষ্ঠিত । 

এই সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী, এমডি আমিনুল ইসলাম, রাজশাহী মহানগর যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ জাফর মতিন রাজীব, বিশিষ্ট্ ব্যবসায়ী সোহেল রানা সহ উপস্থিত ছিলো গন্যমাণ্য ব্যাক্তিবর্গ। 

তাই আগামীর পথচলায় আমরা সকলে কাছে টাইলস ফ্যাশনের জন্য দোয় চাই।  

কোন মন্তব্য নেই