শিরোনাম

সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়ালেন কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান - Chief TV - চিফ টিভি

সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়ালেন কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান - Chief TV - চিফ টিভি
                                                  ছবিঃ প্রতিনিধি  
 কাউনিয়া( রংপুর) প্রতিনিধি ঃ

রংপুরের কাউনিয়া উপজেলার সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন পরিবারের মাঝে নগদ  অর্থ সহায়তা দিয়েছেন  উপজেলা  আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের  খোপাতী গ্রামে  ও  কুর্শা  ইউনিয়নের পূর্ব চারঘাট  গ্রামে নিহতের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমবেদনা জানান ও নিহতদের পরিবারের মাঝে তার  ব্যক্তিগত তহবিল হতে১ লাখ  টাকা করে নগদ অর্থ প্রদান করেন।

এ সময়  উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, জমশের আলী, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী,   উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক  মনজুম আলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, প্রমুখ। 

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে দশটার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রংপুর-কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে কাউনিয়া উপজেলার পূর্ব চানঘাট গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮),  একই গ্রামের আব্দুল খালেকের ছেলে   মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থী হাফেজ জোনায়েদ হোসেন জনু,  এবং খোপাতী গ্রামের অটোচালক রবিউল ইসলাম মানিক (৩২)  মারা যান।

কোন মন্তব্য নেই