চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ইফতার মাহফিল - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
মোঃ আসাদুল্লাহ সনি-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় জেলা শহরের টাউন ক্লাবে জেলা বিএনপি এ আয়োজন করে।
এ সময় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুস সালাম বলেছেন, “আজকে বিএনপি নয়, পুরো দেশ সংকটের মধ্যে রয়েছে।
এই সংকট সমাধানে আওয়ামীলীগকে উৎখাত করা ছাড়া কোন বিকল্প নেই।” বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম আরো বলেন, শত বাধা হয়রানির পরেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছে। যে পর্যন্ত ভারতীয় তাবেদার শেখ হাসিনা সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাতে না পারব, উৎক্ষাত করতে না পারবো সে পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলবে। তবে এই আন্দোলনে দলের মধ্যে ঐক্য থাকতে হবে। দলের ঐক্যের কোন বিকল্প নাই। আর তাই ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সদস্য সচিব রফিকুল ইসলাম সদর উপজেলা আহবায়ক আহবায়ক ওবায়েদ পাঠানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করেন নেতাকর্মীরা।
কোন মন্তব্য নেই