ইউপি সদস্য ববিতাকে বরখাস্তের জন্য লিখিত অভিযোগ - Chief TV - চিফ টিভি
![]() |
ছবিঃ সংগৃহীত |
সুনামধন্য অনলাইন টিভি চ্যানেল "চিফ টিভি"র অপরাধবিরোধী নিউজ প্রকাশের পর থেকেই বগুড়ার গাবতলী উপজেলাধীন ১২নং সুখানপুকুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যসহ অপরাধ কাজে জড়িত ব্যক্তিদের নিয়ে এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়।
নানা অপরাধ কাজে জড়িত নারী ইউপি সদস্য ববিতার বিরুদ্ধে থানায় মামলা হলেও, এখনো তাকে বরখাস্ত করা হয়নি কেন? এমন প্রশ্নে এলাকার জনগণের মধ্যে ক্ষোপের সৃষ্টি হয়।
এরই প্রেক্ষিতে গাবতলী উপজেলাধীন ১২ নং সুখানপুকুর ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলমগীর রহমান, নারী ইউপি সদস্যকে বরখাস্তের অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন করেছেন।
সেই নারী ইউপি সদস্য হলেন, গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কুরিরপাড়া গ্রামের পিন্টু মিয়ার স্ত্রী এবং গত নির্বাচনে ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচিত ইউপি সদস্য ববিতা বেগম।
আবেদনটিতে জানানো হয়েছে যে ১২নং সুখানপুকুর ইউনিয়ন পরিষদের ৪.৫.৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউ পি সদস্য মোছাঃ ববিতা বেগম অনেকদিন যাবত বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে যাচ্ছে। যাহার প্রমান স্বরুপ অনলাইন টিভি চ্যানেল "চিফ টিভি"র প্রকাশিত নিউজ। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হবার পর থেকে জনগণের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। যাহা আমাদের ইউনিয়ন পরিষদের জন্য খুবই লজ্জা জনক বিষয় এবং ইউনিয়নের সকল সদস্যের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
আবেদনটিতে আরোও বলা হয়েছে, উক্ত বিষয়টি নিয়ে একই পরিষদের ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সারোয়ার জাহান মিলন প্রতিবাদ করলে তার বিরুদ্ধে ইউপি সদস্য ববিতা মিথ্যা মামলা দায়ের করেছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এবং নিন্দানীয়।
তাই উক্ত ইউপি সদস্যকে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন জানান তারা।
কোন মন্তব্য নেই