শিরোনাম

চান্দিনায় বাসের পিছনে বাসের ধাক্কায় প্রা-ণ গেল সুপারভাইজারের - Chief TV - চিফ টিভি

 

চান্দিনায় বাসের পিছনে বাসের ধাক্কায় প্রা-ণ গেল সুপারভাইজারের - Chief TV - চিফ টিভি

সাবের আব্দুল্লাহ কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসের পেছনে অপর বাসের ধাক্কায় প্রাণ গেল অলিউল্লাহ নামের এক বাস সুপারভাইজারের।

শনিবার (২০ এপ্রিল ) সকাল সাড়ে  ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার  চান্দিনা উপজেলা হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

নিহ-ত অলিউল্লাহ দেশ ট্রাভেলস বাসের সুপারভাইজার বলে জানা গেছে। বেলা ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নি-হ-তের পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম মোল্লা।

তিনি বলেন, ‘চট্টগ্রামমুখী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস এক্সপ্রেস বাসটি ওভারটেকিং করার সময় পাপিয়া ট্রান্সপোর্ট বাসকে ধাক্কা দিলে দেশ ট্রাভেলস বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে চাপা পড়ে বাসের সুপারভাইজার। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ-ত ঘোষণা করেন।

অফিসার ইনচার্জ আরও জানান, ঘটনার পর দুই বাসের চালকই পালিয়ে গেছেন। তবে গাড়ি দুটি জব্দ আছে। দেশ ট্রাভেলস পরিবহন কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে। তারা এসে নি-হ-তের পরিচয় নিশ্চিত করবে।

কোন মন্তব্য নেই