শিরোনাম

বগুড়া তালা ভেঙ্গে সোনার দোকানে চুরি - Chief TV - চিফ টিভি

বগুড়া তালা ভেঙ্গে সোনার দোকানে চুরি - Chief TV - চিফ টিভি

 শুভজিৎ সরকার চিফ টিভিঃ

বগুড়া শহরের বৃহত্তর সোনার মার্কেট সমির উদ্দিন মার্কেটে স্বর্ণের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতের যেকোন সময় মার্কেটে অবস্থিত আল তৌফিক জুয়েলার্সে এ ঘটনা ঘটে। 

দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙ্গে শতাধিক ভরি সোনা চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান দোকানের ম্যানেজার নুরুল ইসলাম তালুকদার। 

এ বিষয়ে দোকানের ম্যানেজার নুরুল ইসলাম তালুকদার বলেন, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সারাদিন ক্রয়-বিক্রয় শেষ করে রাতে যাথারীতিতে দোকান বন্ধ করে চলে যায়।

আজ শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে দোকান খুলতে এসে দেখতে পায় দোকানের সকল তালা খোলা এবং শার্টারের নিচের অংশ উপরে দিকে উঠানো,দেখেই মনে হচ্ছিলো চুরির ঘটনা ঘটেছে। পরে তিনি দোকানের মালিককে ফোন দিয়ে ঘটনাটি জানান। তাৎক্ষণিকভাবে মালিক এসে চুরির বিষয়টি দেখতে পায়। 

তিনি আরো বলেন,পুলিশকে চুরির বিষয়টি জানানো হলে, খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোন মন্তব্য নেই