শিরোনাম

চিফ টিভির রিপোর্টারকে আটকিয়ে মারধোর ও ছিনতাইয়ের অভিযোগ - Chief TV - চিফ টিভি

চিফ টিভির রিপোর্টারকে আটকিয়ে মারধোর ও ছিনতাইয়ের অভিযোগ - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি 

চিফ টিভি ডেস্কঃ

ময়মনসিংহ ত্রিশাল উপজেলার বৈলর অবস্থিত ড্রীম ভিলেজ পার্কে,,  রোববারে চিফ টিভির গণমাধ্যম কর্মী অমিত হাসান রনি তার স্ত্রী কে নিয়ে ড্রিম ভিলেজ পার্কে  ঘুরতে গেলে পার্কের ভিতর কিছু বখাটে ছেলে,,  প্রথমে দূর থেকে তাদেরকে নানান ভাষায় গালাগালি করে,  তার স্ত্রী কেও অশ্লীল ভাষায় গালাগালি করে। 

পরে বখাটে ছেলেগুলো তাদের কাছে এসে ভুক্তভোগী অমিত হাসান রনিকে এক সাইডে ঢেকে নিয়ে গিয়ে মিথ্যা অভিযোগে কোনো প্রমাণ ছাড়াই তাদের কে নানান ভাবে ব্লেকমইল করতে থাকে। এক পর্যায়ে 

তাদের কাছে কোনো কারণ ছাড়াই ২০ হাজার টাকা দাবি করে বখাটে। ভুক্তভোগী অমিত এতে রাজি না হলে তাদের গায়ে হাত তুলে বখাটে গুলো মেরে ফেলার হুমকিও দেয়,, এক পর্যায়ে হাতাহাতি করে ভুক্তভোগীর কাছ থেকে একটা আঙটি,  যেটি তার স্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার ছিলো,, ও তার হাতে থাকা স্মার্ট ফোনটি ছিনিয়ে নেয়।

কানের মধ্যে আঘাত করার কারণে ,  কিছুক্ষণ পর কান থেকে রক্ত ঝড়ে,, ও এককানে কিছু শুনতে পায়না বলে জানায়।

ঘটনার তাত্ক্ষণিক পর ড্রীম ভিলেজ পার্কে অভিযোগ করার পর তারা বলে, আমাদের পার্কে আগে এমন ঘটনা কখনো ঘটেনি,, ভিডিও ফুটেজ দেখার পর তারা অস্বীকার যায় এরা কেহ তাদের পার্কের কোনো কর্মকর্তা না,, তারা ১০ জনের একটি গ্রুও এসেছিলো পার্কে,  তারা মাত্রই বেড়িয়ে গেছে বলে পার্ক কর্মকর্তা জানান। 

ভুক্তভোগী কিছুক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করার পরও ম্যানেজারের সাথে দেখা করতে পারেনি।

কোন মন্তব্য নেই