জলদ-স্যুদের হাতে জি-ম্মি মিরসরাইয়ের ২ নাবিকসহ সবাই মুক্ত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
মিরসরাই উপজেলা প্রতিনিধি সাকিব চৌধুরী
মিরসরাই উপজেলা প্রতিনিধি সাকিব চৌধুরী
ভারত মহাসাগরে সোমালিয়ার জলদ-স্যুদের হাতে জি-ম্মি বাংলাদেশী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ তে থাকা মিরসরাইয়ের ২ জনসহ ২৩ নাবিক মুক্তি পেয়েছেন।মিরসরাইয়ের ২ জন হলো মোশাররফ হোসেন শাকিল ও আইনুল হক অভি।
মোশাররফ হোসেন শাকিল ১ নং করেরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কয়লা পশ্চিম সোনাইয়ের শামসু মিয়ার তিন পুত্রের মধ্যে ৩য়।
অপরজন আইনুল হক অভি ৬ নং ইছাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিন ভূঁইয়া গ্রামের দলিল কোম্পানী বাড়ীর ভোলা মিয়ার পুত্র।
কোন মন্তব্য নেই