পঞ্চগড়ে জহিরুল ইসলাম নুরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে "আহার"এর ইফতার বিতরণ - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
মোঃ সুমন ইসলাম পঞ্চগড় সদর উপজেলা প্রতিনিধি ঃ
পঞ্চগড়ে জহিরুল ইসলাম নুরানী ও হাফিজিয়া মাদসারায় শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেছে পঞ্চগড় "আহার " নামে একটি সমাজ উন্নয়ন সংগঠন।
রোববার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের জহিরুল ইসলাম নুরানী ও হাফিজিয়া মাদসারা, এতিম ও লিল্লা বোডিংএ প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদেের মাঝে ইফতার বিতরণ করা হয়।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,পঞ্চগড় "আহার "এর সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেল, দানবীর ও সদস্য আব্দুল সালাম রাসেল, জহিরুল ইসলাম নুরানী হাফিজিয়া মাদরাসার সভাপতি আওলাদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাবু শিক্ষার্থীদের হাতে ইফতার তুলেদেন।
এসময় পঞ্চগড়"আহার" এর সদস্যরা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই