পানছড়িতে বিজিবির পক্ষ থেকে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ- Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ৩ বিজিবির পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করেন ৩ বিজিবির ( পানছড়ি ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি।
সোমবার (১লা এপ্রিল) বিকাল ৪টার সময় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ১২০ জন দরিদ্র পরিবারের মাঝে এই সেবা সামগ্রী দেওয়া হয়।
এই সময় জোন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর এর আনন্দ ভাগাভাগি ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে আজ ১লা এপ্রিল ২০২৪ তারিখে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর পক্ষ হতে দায়িত্বপূর্ণ এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরনের মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কোন মন্তব্য নেই