শিরোনাম

কুমিল্লায় প্রেমিককে হত্যার দায়ে প্রেমিকার ভাইসহ দুইজনের মৃত্যুদণ্ড- Chief TV - চিফ টিভি

কুমিল্লায় প্রেমিককে হত্যার দায়ে প্রেমিকার ভাইসহ দুইজনের মৃত্যুদণ্ড- Chief TV - চিফ টিভি

                                                                                           ছবিঃ প্রতিনিধি     

মোঃ সাবের আব্দুল্লাহ ,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে ফয়সল (২২) কে প্রথমে শ্বাসরোধ পরে জবাই করে হত্যার দায়ে মোঃ শামীম মিয়া ও দুলাল মিয়া  দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

আজ ১লা এপ্রিল (সোমবার) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুমিল্লা হোমনা উপজেলার রাজনগর গ্রামের মোঃ ফুল মিঞার ছেলে মোঃ শামীম মিয়া (২৪) ও একই উপজেলার সাফলেজি গ্রামের মোঃ বেদন মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া প্রকাশ দুলাল (২০)।

মামলার বিবরণের উদ্বৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা মুজিবুর জানান, ফয়সালের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম মিয়ার বোন মেহেদী আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মানতে পারেনি শামীম। ২০২০ সালের ৫ জুন ফয়সালকে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রথমে শ্বাসরোধ ও পরে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। 

এ ঘটনায় নিহত ফয়সালের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করে। 

দীর্ঘ শুনানির পর ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানির পর বিচারক তাদের মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ শামীম মিয়া ও মোঃ দুলাল মিয়া আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী অতিঃ পিপি এডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার ও মোঃ নূরুল ইসলাম বলেন- আমরা আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত বাস্তবায়ন করবেন। 

অপরদিকে, আসামি পক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী এডভোকেট বিমল কৃষ্ণ দেবনাথ বলেন- এ রায়ে আসামিপক্ষ অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। রায়ের কপি হাতে পেলে শীঘ্রই উচ্চ আদালতে আপীল করবো।            

কোন মন্তব্য নেই