বকশিগঞ্জে সন্ত্রাসী কায়দায় হামলা, বসতবাড়ি ভাংচুরসহ আহত ৩ - Chief TV - চিফ টিভি
ইমরান আকন্দ বকশিগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের বকশিগঞ্জে সন্ত্রাসী কায়দায় হামলা করে বসতবাড়ি ভাংচুর ও ৩ জনকে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। শনিবার (২০ এপ্রিল) বিকাল ৪ঃ০০ ঘটিকায় বকশিগঞ্জ থানাধীন পশ্চিম পাড়া (বায়েন বাড়ী) এরাকায় এ ঘটনাটি সংগঠিত হয়েছে।
এ ঘটনায় মোঃ রতন মিয়া বাদী হয়ে নামীয় ০৫ জনকে আসামি করে বকশিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঘটনাস্থলে গিয়ে ও অভিযোগের ভিত্তিতে যেসব তত্ত্ব পাওয়া যায়,এক সাথে অনেক গুলো টিনের দু-চালা ঘর ও ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়।
ঘটনার বাদী মোঃ রতন মিয়া সাংবাদিকদের একটি ভিডিও বার্তায় বিভিন্ন অভিযোগ তুলে ধরেন,তার ছেলে শিশু বাচ্চা মোঃ জাহিদ বয়স ২৫ মাস,আসামিদের টিনের বেড়াতে লাঠি দিয়ে শব্দ করিলে, আসামিরা ক্ষিপ্ত হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শিশু বাচ্চাটিকে হত্যার উদ্দেশ্যে বাম গালের চিপে মারাত্মক আঘাত করে এবং সেই সাথে আসামিরা বাড়িঘরের হামলা চালায় ও ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি করে।এছাড়াও বাদী পক্ষের লোকজন বাধা দিতে আসিলে তাদের কেও পিটাইয়া রক্তাক্ত জখম করে।
অভিযোগে বলা হয়েছে আসামিরা বাড়িঘরের ভিতরে প্রবেশ করে ওয়ারড্রপের তালা ভাঙ্গিয়া ড্রয়ারে থাকা ৩ লক্ষ টাকা কৌশলে নিয়ে যায় ও প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আহত শিশু বাচ্চা জাহিদ ও অন্যান্যদের হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আহাদ আমাদেরকে জানান জানান, মামলাটি এফআইআর করা হয়েছে এবং আসামিদের গ্রেফতার এর প্রক্রিয়া চলমান রয়েছে।
কোন মন্তব্য নেই